ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে ধর্মভিত্তিক গীতা কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে সুনামগঞ্জ শহরের পশ্চিম নতুন পাড়ায় শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবক সংঘের উপদেষ্টা কাজল চন্দ্র দে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবক সংঘের উপদেষ্টা করুণা তালুকদার, গোবিন্দ কুমার পাল, সুদীপ পাল, জয়ন্ত কুমার রায়, সাধারণ সম্পাদক প্রান্ত রায়, সংঘের সদস্য বিকাশ কান্তি দে বাবুল, সুভাষ রায়, বিজয় তালুকদার বিজু, পঙ্কজ বিশ্বাস, জয় বণিক, রাজন তালুকদার, মনু পাল প্রমুখ।
সংগঠনের উপদেষ্টা ও সদস্যবৃন্দ ধর্মভিত্তিক গীতা কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এর আগে শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে নন্দ উৎসব অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি