জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের কারেন্ট জাল আটকের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
জানাগেছে, বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার-এর নেতৃত্বে ও জগন্নাথপুর থানার এএসআই কায়েমুল ইসলামসহ একদল পুলিশ উপজেলার রাণীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল আটক করেন। পরে আটককৃত জালগুলো উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়।