ছাতক প্রতিনিধি ::
ছাতকে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব পালন করা হয়েছে। জন্মাষ্টমী পালন উপলক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে সকাল ৭টায় শ্রীকৃষ্ণের প্রতিকৃতিসহ শহর পরিক্রমা অনুষ্ঠিত হয়। শহর পরিক্রমার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী।
শহরের আখড়া প্রাঙ্গণে সকাল ১১টায় শিশুদের হাতের সুন্দর লেখা প্রতিযোগিতা, বিকেলে গীতাপাঠ, সন্ধ্যায় পুরস্কার বিতরণা ও রাতে ভক্তিমূলক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় জন্মাষ্টমী মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি মহন্ত কুমার রায়ের সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক শিমুল দত্ত ময়নার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। এ সময় তিনি বলেন, ছাতক তথা বৃহত্তর সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস বহু প্রাচীন। সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাসের হাত ধরেই এখনো ছাতক তথা সিলেট অঞ্চলের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে সানন্দে জীবন-যাপন করছে। সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস অক্ষুণœ রাখতে সকল ধর্মের মানুষের প্রতি তিনি আহবান জানান।
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাতক বাজারস্থ মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ হিমাদ্রী শেখর গোস্বামী মহর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অ্যাড. পীযুষ কান্তি ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক রবীন্দ্র কুমার দাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক হরিদাস রায়, সাধারণ সম্পাদক বাবুল পাল, আখড়া পরিচালনা কমিটির সভাপতি গৌরাঙ্গ চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক নিতাই রায়।
বক্তব্য রাখেন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন পাল, সহ-সভাপতি নেপাল চন্দ্র পাল, সহ-সাধারণ সম্পাদক দুলন তরফদার, অর্থ সম্পাদক চম্পু দত্ত, সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ, প্রচার সম্পাদক সঞ্জয় কর প্রমুখ।