ছাতক প্রতিনিধি ::
সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টি নেতা ও সাবেক সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার ইয়াহইয়া’র ছোট ভাই আ.ন.ম ওহিদ কনা মিয়াকে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মনোনীত করায় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদকে ছাতক-দোয়ারাবাজার জাতীয় পার্টির পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সাথে জাপা নেতৃবৃন্দ পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানিয়েছেন শুভেচ্ছা। এক যৌথ বিবৃতিতে ছাতক উপজেলা জাপার সভাপতি আবুল লেইছ মোহাম্মদ কাহার, সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমদ, দোয়ারাবাজার জাপা’র সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হেলালী, সাংগঠনিক সম্পাদক নুর হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ, দোয়ারা উপজেলা ভাইস চেয়ারম্যান জাপা নেতা রেনু আহমদ, ছাতক উপজেলা জাপা’র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমদ, আলহাজ্ব সেলিম আহমদ, নুরুল হক, দপ্তর সম্পাদক সাজিদুর রহমান সাজিদ, প্রচার সম্পাদক আবুল মিয়া, যুব সংহতি নেতা শামীম আহমদ, জহিরুল ইসলামসহ নেতৃবৃন্দ সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদকে অভিনন্দন জানান। সেই সাথে সুনামগঞ্জ জেলা জাপার আহবায়ক, সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহকে কেন্দ্রীয় সদস্য মনোনীত করায় হুসেইন মুহাম্মদ এরশাদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেছেন ছাতক-দোয়ারার জাপা নেতৃবৃন্দ।