দিরাই প্রতিনিধি ::
দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের ব্র্যাক পরিচালিত আলোর দিশারী মাধ্যমিক বিদ্যালয়ের হত দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরীর সভাপতিত্বে সভার আয়োজন করা হয়।
ইউপি সচিব আব্দুল্লাহ আল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা ম্যানেজার প্রিয়বত রায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, ব্র্যাকের এরিয়া ম্যানেজার রিয়াজুল ইসলাম, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার। সভা শেষে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেন অতিথিবৃন্দ।