দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার বিকেলে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের আকিলশাহ বাজারে আকিল শাহ বাজার পরিচালনা কমিটি ও সচেতন এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদের সভাপতিত্বে ও ইউপি সদস্য মান্না মিয়া’র পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন কুলঞ্জ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলা শাখার সাধারণ স¤পাদক, আওয়ামী লীগ নেতা এনামুল হক লিলু, বাজার কমিটির ভারপ্রাপ্ত সভাপতি তৈয়ব আলী, সহ সাধারণ স¤পাদক সাজ্জাদুর রহমান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি কাজল মিয়া, বাজার কমিটির সাধারণ স¤পাদক জাহিদ হোসেন মোহিম, আওয়ামী লীগ নেতা হারিছ মিয়া, বিএনপি নেতা নজরুল ইসলাম প্রমুখ।