ভ্রাম্যমাণ প্রতিনিধি ::
জামালগঞ্জ উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা আনুষ্ঠানিকভাবে বেহেলী ও ফেনারবাক ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করেন। এর আগে গত সোমবার বিকেলে উপজেলার ভীমখালী, সাচনা বাজার, জামালগঞ্জ সদর ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়।
জামালগঞ্জ উপজেলা বাল্যবিয়ে মুক্ত ঘোষণাকালে উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা বলেন, এখন থেকে জামালগঞ্জ উপজেলা বাল্যবিয়ে মুক্ত। সকলের চেষ্টা ও আন্তরিকতায় এই ব্যাধি মোকাবিলা করতে হবে। বাল্যবিয়ে নির্মূল করতে গেলে অনেক ধরনের বাধা বিপত্তি আসতে পারে। সকল বাধা বিপত্তিকে দূরে ঠেলে আমাদেরকে তা অতিক্রম করতে হবে।
বাল্যবিয়ে মুক্ত ঘোষণা উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, বেহেলী ইউনিয়নের চেয়ারম্যান অসীম তালুকদার, ফেনারবাকের চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার, ভীমখালীর চেয়ারম্যান দুলাল মিয়া, ব্যবসায়ী পঙ্কজ পাল চৌধুরী, সাংবাদিক অঞ্জন পুরকায়স্থ, ওয়ালী উল্লাহ সরকার, সাইফ উল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে গণমাধ্যম কর্মী, বিভিন্ন ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, ইউপি সচিব, ইউপি সদস্য ও সদস্যা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, ছাত্রছাত্রীগণ উপস্থিত ছিলেন।