জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে পিটিএ কমিটির সভাপতি তাজ উদ্দিনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য ও জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী আহমদ কিবরিয়া রিংকু।
বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক পার্থ কুমার গোপ, নাসিমা খাতুন, রুমা দেব, তামান্না বেগম, উপজেলার ঘোষগাঁও-টিয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী সরকার, অভিভাবক সদস্য সমাজসেবক শাহ আব্দুর রাজ্জাক, ব্যবসায়ী আব্দুল মতিন, বাউল শিল্পী বাবুল শাহ, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, খালেদা বেগম, রাজিয়া বেগম প্রমুখ।