ছাতক প্রতিনিধি ::
ছাতকের দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। উপজেলার গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে উপজেলা পরিষদের উদ্যোগে একটি করে গাছের চারা বিতরণ করা হয়। নিজ বাড়ির আঙিনায় গাছের চারা রোপণ করে পরিচর্যা করার উদ্দেশ্যে শিক্ষার্থীদের হাতে একটি করে গাছের চারা তুলে দেয়া হয়।
বুধবার সকালে পাইগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, উপজেলা কৃষি কর্মকর্তা শাখাওয়াত হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগেন্দ্র কুমার তালুকদার, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজা মিয়া তালুকদার, ব্রিটেনের টাওয়ার হ্যামলেটস’র কাউন্সিলর মাইয়ূম মিয়া তালুকদার সায়েম। বিদ্যালয়ের উন্নয়নের জন্য টাওয়ার হ্যামলেটস’র কাউন্সিলর মাইয়ূম মিয়া তালুকদার ২ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন। পরে বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে ৩৫০টি গাছের চারা বিতরণ করা হয়। বিকেলে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় আরও ৩৫০টি গাছের চারা। এসময় উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, উপজেলা কৃষি কর্মকর্তা শাখাওয়াত হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, সহকারী প্রধান শিক্ষক ফজলুল করিম বকুল, শিক্ষক হুমায়ূন কবির প্রমুখ।