স্টাফ রিপোর্টার ::
ছাতকে ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত কলেজ ছাত্র রিমন আহমদ (১৮)’র মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রিমন আহমদ উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের সেনপুর গ্রামের রইছ উদ্দিনের পুত্র ও জাউয়াবাজার ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
গতকাল সকালে তার মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে হামলাকারীরা এলাকা ছেড়ে গা-ঢাকা দেয়। এ সময় হামলাকারীদের ১০টি বসতঘরে একসাথে অগ্নিসংযোগ করে প্রতিপক্ষের লোকজন। খবর পেয়ে ছাতক থানার ওসি আশেক সুজা মামুন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন।
স্থানীয়রা জানান, সেনপুর গ্রামের মৃত ইসহাক আলীর পুত্র রইছ উদ্দিন ও একই গ্রামের মৃত আব্দুল খালিকের পুত্র আবু বকরের মধ্যে দীর্ঘদিন ধরে ভূমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে পক্ষে-বিপক্ষে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। গত মঙ্গলবার বিকেলে বিরোধকৃত ভূমিতে ঘর নির্মাণ কাজ করা নিয়ে প্রতিপক্ষের হামলায় রিমন আহমদ (১৮), শাহাব উদ্দিন (৪৮), সামছুন নাহার (৪৫) ও নির্মাণ শ্রমিক আব্দুল কাইয়ূম (৪০) আহত হয়। গুরুতর আহত রিমন আহমদ ও শাহাব উদ্দিনকে ভর্তি করা হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। দু’দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকালে রিমন আহমদ মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এ ব্যাপারে ওসি আশেক সুজা মামুন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো থানায় কোন অভিযোগ দেয়া হয়নি।