দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে সেন মার্কেটের মাতৃ টেলিকমে চুরির ঘটনায় জড়িত সন্দেহে রোহিনুর (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে সেন মার্কেটের তার নিজ দোকান মা টেলিকম থেকে তাকে আটক করা হয়।
দিরাই থানার ওসি (তদন্ত) দেলোয়ার হোসেন জানান, গত ১২ জুন সেন মার্কেটের মাতৃ টেলিকম চুরি হয়। চুরি হওয়া মালামালের মধ্যে ক¤িপউটারের মাদার বোর্ড দিরাই বাজারের মিউজিক ক¤িপউটারে পাওয়া গেলে ওই সেন্টার মালিক ফয়সল জানায় সে মা ক¤িপউটার থেকে এটি ক্রয় করেছে। এ ব্যাপারে মা টেলিকমের মালিককে জিজ্ঞাসাবাদ করলে সে কোনো সদুত্তর দিতে না পারায় তাকে আটক করা হয়েছে।