স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ – মৌলভীবাজার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুন নাহার বেগম শাহানা রব্বানী বলেছেন, দেশে জনসংখ্যা ক্রমেই বাড়ছে। বিশ্ব উষ্ণতার প্রভাব আমাদের দেশে পড়ছে। এ জন্য প্রয়োজন বেশি বেশি করে বৃক্ষরোপণ। শুধু বৃক্ষরোপণ করলেই চলবে না, এর সঠিক পরিচর্যা করতে হবে।
তিনি মঙ্গলবার সকালে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে সুনামগঞ্জ জেলা প্রশাসন, বনবিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ অভিযান ও ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাড়ির আঙিনায় ঔষধি, ফলদ ও বনজ বৃক্ষ বেশি বেশি করে লাগাতে হবে। আমরা বৃক্ষ লাগিয়ে সবুজে ঘেরা সুনামগঞ্জকে আরও সমৃদ্ধ করতে চাই।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে এবং সুনামগঞ্জ সদর উপজেলার কৃষি কর্মকর্তা মো. সালাহ উদ্দিন টিপু’র পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের প্রশিক্ষণ অফিসার স্বপন কুমার সাহা, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল হক মোল্লা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাহেদুল হক প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন সংরক্ষণ কর্মকর্তা রাজেশ চাকমা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা নুর হোসাইন এবং গীতাপাঠ করেন বিধান চন্দ্র রায়।
এর আগে জেলা প্রশাসকের নেতৃত্বে শহীদ আবুল হোসেন মিলনায়তন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এবারের বৃক্ষরোপণ অভিযানের প্রতিপাদ্য হল “জীবনের জন্য গাছ, জীবিকার জন্য গাছ; অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশি ফল বেশি খান”। র্যালির আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে একটি করে ফলদ বৃক্ষ বিতরণ করা হয়।
সব শেষে অতিথিবৃন্দ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বৃক্ষমেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন।