দিরাই প্রতিনিধি ::
দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের জাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল’র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পরিখিৎ দাসের সভাপতিত্বে ও শিক্ষক অপূর্ব দাসের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা সরবিন্দ দাস, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যবতী দাস।