বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, জামালগঞ্জ উপজেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জেলা কমিটি। কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেনÑ আহ্বায়ক মো. মতিউর রহমান তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সামছুন নূর কামাল, যুগ্ম আহ্বায়ক কল্যাণব্রত তালুকদার, মো. আলী আমজাদ, মকবুল হোসেন আফিন্দী, মো. গোলাম হায়দার, মো. গাওছুল আজম, মোছা. খালেদা আক্তার রওশন, সদস্য সচিব শৈলেন দেবনাথ, যুগ্ম সচিব এস এম বশির আহমদ ও জ্যোর্তিময় রায়, সদস্য মো. সিরাজ মিয়া, মো. মনির হোসেন, মোছা. শারমিন সুলতানা, মো. মস্তু মিয়া, মো. হুমায়ুন কবির, মো. মাসুক মিয়া, মো. দিলু মিয়া, জ্যোতি রানী দেবনাথ, বাউল এরশাদ, মোছা. সোনিয়া আক্তার, মো. আল আমীন, মো. নুরু মিয়া, মো. ওমর ফারুক, মো. মোফাচ্ছেল মিয়া, অরুণ কুমার দাস, ননী গোপাল তালুকদার, পদ্মা রানী, সত্য রঞ্জন দাস, মো. শফিজুল ইসলাম এবং হুমায়ূন আহমদ। সংবাদ বিজ্ঞপ্তি