স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জে পিস পেশার গ্রুপ তৈরির লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ হল রুমে দি হাঙ্গার প্রজেক্ট-এর ‘পিপল এগেইনস্ট ভায়োলেন্স ইন ইলেকশনস’ এ সভার আয়োজন করে।
রাজনৈতিক হানাহানি ও সামাজিক হিংসা-বিদ্বেষ দূর করে একটি উন্নত, মানবিক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ার ব্রতনিয়ে পিস পেশার গ্রুপের কো-অর্ডিনেটর হিসেবে জামালগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মিসবাহ উদ্দিনকে ও অ্যাম্বেসেডর হিসেবে জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, বিএনপি সভাপতি নুরুল হক আফিন্দী ও জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মন্নান তালুকদারকে নির্বাচিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাচনাবাজার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম শামীম, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব এমএনবী হোসেন, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিসবাহ উদ্দিন, জামালগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মো. নুরুল হক আফিন্দী, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, মহিলা পরিষদের সভানেত্রী শেখ আয়শা বেগম, সাধারণ সম্পাদক দিপশ্রী তালুকদার, জাতীয়পার্টির সাধারণ সম্পাদক ও ভীমখালী ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নান তালুকদার, সাংবাদিক ফোরামের সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, প্রেসক্লাবের সভাপতি অঞ্জন পুরকায়স্থ, জহিরুল হক তালুকদার, নারীনেত্রী খালেদা আক্তার, শিল্পকলা’র সাধারণ সম্পাদক জামিল আহম্মেদ জুয়েল, সংগঠক আলী আক্কাস মুরাদ, দি হাঙ্গার প্রজেক্টের সিলেট বিভাগের সমন্বয়কারী মো. তুহিন আলম, হিসাব রক্ষক কুদরত পাশা, ইউসি সাইফ উল্লাহ, শামীমা আক্তার, শেলী রানী প্রমুখ। আলোচনা শেষে নিয়ে ৩ সদস্য অ্যাম্বেসেডর ও মিসবাহ উদ্দিনকে কো-অর্ডিনেটর নির্বাচিত করে একটি কমিটি গঠন করা হয়।
বক্তারা বলেন, শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় মর্যাদা, নিরাপত্তা ও বৈচিত্র্যের মূলনীতিকে সমুন্নত রাখার জন্য আমরা একসাথে কাজ করবো। সভায় আগামী সেপ্টেম্বর সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে পিস পেশার গ্রুপের উদ্যোগে মানববন্ধনের সিদ্ধান্ত হয়।