ভ্রাম্যমাণ প্রতিনিধি ::
জামালগঞ্জে ৪৫তম জাতীয় স্কুল ও মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সাচনাবাজার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল্লাহিল শাফি, একাডেমিক সুপার ভাইজার আব্দুল মুকিত, সাচনাবাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, উপজেলা আ.লীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, প্রধান শিক্ষক প্রাণতোষ ঘোষ চৌধুরী, প্রধান শিক্ষক লুৎফুর রহমান, মাদ্রাসা সুপার (ভারপ্রাপ্ত) মো. জিল্লুর রহমান, প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, শিক্ষানুরাগী নিশেন্দু রায়, পঙ্কজ পাল চৌধুরী প্রমুখ।
প্রতিযোগিতায় জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় ১ম ও কালীপুর নেছারিয়া দাখিল মাদ্রাসা ২য় স্থান অধিকার করে।