ছাতক প্রতিনিধি ::
ছাতকে ৬দিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের উদ্যোগে মেলা উপলক্ষে শহরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষমেলার বিভিন্ন স্টল পরিদর্শন, বৃক্ষরোপণ ও বিনামূল্যে চারা বিতরণ অনুষ্ঠিত হয়।
দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৬দিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষমেলা উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হামিদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, আ.লীগ নেতা হাবিবুর রহমান মসরফ, সৈয়দ আহমদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হেকিম, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক পীর মোহাম্মদ আলী মিলন।
বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, আ.লীগ নেতা আফতাব উদ্দিন, আব্দুল খালিক, আব্দুল আউয়াল, সমরুজ আলী, আবুল হাসান, নুরুল আমিন, ইউপি সদস্য ইব্রাহিম আলী, ফজলু মিয়া।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারী ইউসুফ ও গীতা পাঠ করেন সুধাংশু বিমল দাস।