ছাতক প্রতিনিধি ::
ছাতকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বখাটে জহিরুল ইসলাম জরিয়লকে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। সোমবার রাতে তাকে কারাদন্ড প্রদান করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ হাফিজুর রহমান। বখাটে জহিরুল ইসলাম জরিয়ল (৪০) ইসলামপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মৃত সবদর আলীর পুত্র।
জানা গেছে, তার উত্ত্যক্তকরণের ফলে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রী বিদ্যালয়ে যাওয়া আসা বন্ধ করে দিয়েছিল। মাদকসেবী এ বখাটে জহিরুলের বিরুদ্ধে মাতলামিসহ ইভটিজিংয়ের একাধিক অভিযোগ রয়েছে। এলাকাবাসী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানায় লিখিত অভিযোগ করেন। সোমবার সন্ধ্যায় এসআই কামাল হোসেন বখাটে জহিরুল ইসলামকে আটক করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তাকে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। গতকাল মঙ্গলবার জহিরুল ইসলাম জরিয়লকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।