দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি ::
সিলেট-সুনামগঞ্জ সড়কের পাগলাবাজার ও ব্রিজের উপর অস্থায়ী দোকান বসানোর ফলে প্রতিদিন যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীসাধারণ। এ বিষয়টি জেলা আইন শৃঙ্খলা কমিটি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় গুরুত্ব সহকারে আলোচনা হয়। এ ব্যাপারে একাধিকবার পদক্ষেপ গ্রহণ করা হলেও দোকানিরা পুনরায় অস্থায়ী দোকান বসায়। গতকাল সোমবার বিকেলে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে মালামাল রাস্তায় রেখে পালিয়ে যায় দোকানিরা। এসময় অস্থায়ী দোকান থেকে মালিকবিহীন ৭৫ ছড়ি কলা জব্দ করে জনসম্মুখে ১১ হাজার টাকায় নিলামে বিক্রয় করা হয়।
অভিযান পরিচালনা করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবাদত হোসেন। দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এসআই মো. মাজহারুল ইসলামের সহযোগিতায় পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।