সুনামকণ্ঠ ডেস্ক ::
সিলেটে দ্বিতীয় বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা ওঠেছে গতকাল সোমবার। এ টুর্নামেন্টের সূচনা ম্যাচে সুনামগঞ্জ জেলা দল ২-১ গোলে ব্রাহ্মণবাড়িয়া জেলা দলকে হারিয়েছে। এর মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়াকে বিদায় করে সেমিফাইনালও নিশ্চিত করেছে সুনামগঞ্জ। সিলেট জেলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড় ৭টায় টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ। এ সময় সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামও উপস্থিত ছিলেন।
এদিকে সোমবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে শুরু হওয়া উদ্বোধনী ম্যাচের ৫ মিনিটেই এগিয়ে যায় সুনামগঞ্জ জেলা দল। ডিবক্সের বাইরে বল পেয়ে জোরালো শট নেন ১৪ নং জার্সিধারী খেলোয়াড় ইসমাইল বাঙ্গুরা। স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত থাকা শ’পাঁচেক দর্শক তখন উল্লসিত। ১৪নং জার্সিধারী বিদেশি খেলোয়াড় ইসমাইল বাঙ্গুরার শট যে জালে জড়িয়ে গেছে! গোল গোল চিৎকার করতে থাকেন উপস্থিত দর্শকরা।
এরপর প্রায় একতরফাই ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের রক্ষণভাগ কাঁপিয়েছে সুনামগঞ্জ জেলা দল। আক্রমণ ভাগের নেতৃত্ব দেয়া ২০নং জার্সিধারী খেলোয়াড় ডু ডু খেলেছেন দ্রুতগতির ফুটবল। ফল পেতে তাই বেশি দেরি হয়নি। প্রথমার্ধের ৩০ মিনিটেই দ্বিতীয়বারের মতো গোল হজম করে ব্রাহ্মণবাড়িয়া। ডিবক্সের বাইরে বল পেয়ে দু’জনকে কাটিয়ে আলতো শটে বল জালে জড়ান ডু – ডু।
দ্বিতীয়ার্ধের শুরুতে ডিফেন্সিভের খোলস ছেড়ে বেরিয়ে আসে ব্রাহ্মণবাড়িয়া। আক্রমণে ওঠার ফল ম্যাচের ৫৫ মিনিটে পেয়ে যায় তারা। সুনামগঞ্জ জেলা দলের শক্তিশালী ডিফেন্সকে ভেদ করে জালে বল জড়ান ব্রাহ্মণবাড়িয়ার ৯নং জার্সিধারী খেলোয়াড়।
ম্যাচের ৬৫ মিনিটে সুনামগঞ্জের ডিবক্সের ভেতর পড়ে যান ব্রাহ্মণবাড়িয়ার এক খেলোয়াড়। পেনাল্টির দাবি নিয়ে রেফারির উপর চড়াও হয় ব্রাহ্মণবাড়িয়া দল। এ নিয়ে হট্টগোলে খেলা বন্ধ থাকে প্রায় ৫ মিনিট।
পরে ম্যাচে ফিরলেও ব্রাহ্মণবাড়িয়া খেলেছে ম্যাড়ম্যাড়ে ফুটবল। এক গোলে পিছিয়ে থেকেও গোল পরিশোধে মরিয়া হয়ে খেলার প্রচেষ্টা ছিল না তাদের মধ্যে। ফলে ম্যাচ শেষ হয় ২-১ গোলেই। ম্যান অব দ্য ম্যাচ হন ডু ডু।