সাম্প্রতিক পাহাড়ি ঢলের তোড়ে সুনামগঞ্জ শহরতলির ধারারগাঁও-নবীনগর সড়কের একটি অংশ ভেঙে যায়। ফলে জেলা শহরের সঙ্গে চারটি ইউনিয়নের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। সড়কের ভাঙা অংশে জোড়াতালি দিয়ে যোগাযোগ রক্ষা করা হলেও কমেনি সাধারণ মানুষের ভোগান্তি। ভাঙা জায়গাটুকু মানুষকে হেঁটে পার হতে হচ্ছে। এছাড়া সরাসরি যান চলাচল বন্ধ থাকায় নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে যানবাহনে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। এলাকাবাসী ধারারগাঁও-নবীনগর সড়কের ভাঙা অংশটুকু দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। – সুনামকণ্ঠ