স্টাফ রিপোর্টার ::
২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে সভা করেছে সুনামগঞ্জ জেলা কৃষক লীগ। রোববার বিকেলে সুনামগঞ্জ পুরাতন শিল্পকলা একাডেমি হলে অনুষ্ঠিত সভায় কৃষক লীগের জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জেলা কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেরুল আহমদ, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, বাউল শাহজাহান, অরুণ তালুকদার, রমজান আলী, জাকির হোসেন, জুনেদ আহমদ, হীরা তালুকদার, আমির উদ্দিন, আব্দুল গণি পাঠান, মনু মিয়া, রিয়াজ উদ্দিন, নানু মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, ২১ আগস্টের বর্বরোচিত ভয়াবহ হামলা ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ধ্বংস করতেই ষড়যন্ত্রকারীরা এই হামলা চালিয়েছিল। এখন দেশের মানুষ এই হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি চায়। বক্তারা ২১ আগস্টের কুশিলবদের বিচারের আওতায় আনার দাবি জানান।