স্টাফ রিপোর্টার ::
২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে আলোচনা সভা করেছে সুনামগঞ্জ পৌর আওয়ামী লীগ। রোববার বিকেলে পৌরচত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আয়ূব বখ্ত জগলুল।
পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হাদী তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈকতুল ইসলাম শওকতের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. চান মিয়া, অ্যাড. শুক্কুর আলী, অ্যাড. আব্দুল অদুদ, বিজয় তালুকদার বিজু, সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, তনুজ কান্তি দে, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ঝন্টু তালুকদার, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামসুল কাদির মিছবাহ, দপ্তর সম্পাদক লিটন সরকার, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আলম নূর হীরা, যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম মানিক, জেলা যুব লীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আরমানুল সিদ্দিকী মান্না, পৌর আওয়ামী লীগ নেতা রিগ্যান তালুকদার, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি নেহার রঞ্জন তালুকদার, আরিফুল আলম, ইকবাল আহমেদ, সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম শিপু, পৌর আওয়ামী লীগ নেতা ফরিদ আহমদ, নূর আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট স্বাধীনতা বিরোধী শক্তি জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করেছিলো। তখন মেয়র মোহাম্মদ হানিফসহ অন্যান্য নেতারা জীবন বাজি রেখে মানব ঢাল তৈরি করে শেখ হাসিনাকে রক্ষা করেছিলেন। সেদিন অল্পের জন্য বেঁচে যান শেখ হাসিনা। ওই হামলায় আইভী রহমানসহ ২৪জন শহীদ হন। আহত হন আরো অনেকে। গ্রেনেড হামলায় শহীদদের আত্মার মাগফেরা কামনা করে বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও তাঁর দূরদর্শিতায় দেশ এখন মধ্য আয়ের দেশে পরিণত হতে চলেছে।