তাহিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্রদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দিনব্যাপী মুসলিম সাদাকা সংগঠনের পক্ষ থেকে তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারকে শাড়ি, লুঙ্গি, চাল, ডাল বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবী লন্ডন প্রবাসী মাওলানা সৈয়দ সামসুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার সোসাইটি সিলেট বিভাগীয় কমিটির প্রধান সৈয়দ নুরুজ্জামান, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল খায়ের, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার, ৬নং ওয়ার্ডের মেম্বার সিরাজ মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংবাদ বিজ্ঞপ্তি