স্টাফ রিপোর্টার ::
“অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প”-এর উদ্যোগে নির্বাচিত ও সম্ভাব্য নারী জনপ্রতিনিধিগণের সার্বিক সহায়তার জন্য স্বেচ্ছাসেবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার এ সভা সুনামগঞ্জ সদর উপজেলা হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এসডিসি’র আর্থিক সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা প্রিপট্রাস্ট এ প্রকল্পটি বাস্তবায়ন করছে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া।
প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব।
প্রিপট্রাস্টের প্রজেক্ট অফিসার মো. আব্দুর রাজ্জাক ও মো. মাঈনুল হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মোশাররফ আলম, নারী জনপ্রতিনিধি জাহেদা আক্তার, সাহেদা বেগম, শামসুন্নাহার বেগম, স্বাধীনা আক্তার, নমিতা রানী দেব, হামিদা বেগম, নাসরীন আক্তার, রহিমা বেগম প্রমুখ।
সভার উদ্দেশ্য ছিল নির্বাচিত নারী ও সম্ভাব্য নারী প্রতিনিধিদেরকে বিভিন্ন ধরনের তথ্য ও পরামর্শ সহায়তা প্রদানে স্বেচ্ছাসেবকদের উদ্ধুদ্ধ করা।