ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলায় সাইদুর মিয়া (৪০) নামের এক মাতালকে রোববার দুপুরে তিনদিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত ওই ব্যক্তির বাড়ি উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা উত্তর পাড়া গ্রামে।
ধর্মপাশা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা উত্তর পাড়া গ্রামের বাসিন্দা সাইদুর মিয়া শনিবার রাতে ধর্মপাশা হাসপাতাল রোডের মোড়ে মদ পান করে মাতলামি করছিলেন। স্থানীয় লোকজনদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গতকাল রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাইদুর মিয়াকে তিনদিনের কারাদন্ডের আদেশ দেন।
ধর্মপাশা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জগন্নাথ চন্দ্র রায় বলেন, কারাদন্ড পাওয়া ওই ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।