দিরাই প্রতিনিধি ::
দিরাই স্কুল ও মাদ্রাসার মৌসুমী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে দিরাই পৌর শহরের বালুর মাঠে দুই দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি হাফিজুর রহমান তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক স¤পাদক গোলাম মোস্তাফা সরদার, মাতারগাঁও মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন প্রমুখ।