ভ্রাম্যমাণ প্রতিনিধি ::
২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে জামালগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার সাচনাবাজারে র্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ইউসুফ আল আজাদ।
আসাদ আল আজাদের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা জহিরুল হক তালুকদার, গোলাম জিলানী আফিন্দী রাজু, পঙ্কজ পাল চৌধুরী, আবুল কালাম সরকার, চিত্তরঞ্জন পাল, মানিক লাল রায়, মন্তুষ সরকার, মোবারক আলী তালুকদার, সায়েম পাঠান, রিয়াজ উদ্দিন, আবুল আজাদ, সেলিম তালুকদার, উপজেলা সাবেক যুবলীগ আহ্বায়ক আবুল খয়ের, যুবলীগ নেতা ইকবাল আল আজাদ, অ্যাড. মনি শংকর পাল, উপজেলা ছাত্রলীগ নেতা আরিফ আলম লিমন, রুবেল, বিজিত দাস, সত্যরঞ্জন দাস, তামিম রহমান, মেহেদী হাসান হিরা, শেখ ফরিদ, পাপ্পু আচার্য্য প্রমুখ।
অপরদিকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিজেন্দ্র লাল দাস।
স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. মানিক মিয়ার সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেন্দ্র কুমার রায়, প্রচার সম্পাদক অসীত রায় চৌধুরী, দপ্তর সম্পাদক শম্ভু আচার্য্য, স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান রায়, আমান উল্লাহ, সাংগঠনিক গোলাম হাসান আফিন্দী, মো. আল আমিন, পিকলু তালুকদার, প্রচার সম্পাদক শামীম আহম্মদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা দিপংকর রায়, নুর হোসেন, আফাজ উদ্দিন, প্রজন্মলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন তালুকদার, প্রজন্মলীগের নেতা জামাল উদ্দিন, রুবেল মিয়া, জয়নাল আবেদীন, মিলন মিয়া, মো. আলাল মিয়া প্রমুখ।