ভ্রাম্যমাণ প্রতিনিধি ::
জামালগঞ্জে বিদায়ী ইউপি চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সামছুল আলম তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলার ভাইস চেয়ারম্যান মু. রশিদ আহমেদ।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ডা. সাফায়েত আহম্মেদ, থানা অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান, সাচনাবাজার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম শামীম, ভীমখালি ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নান তালুকদার, বেহেলী ইউপি চেয়ারম্যান সিরাজুল হক তালুকদার, ফেনারবাক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মতিউর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে বিদায়ী চেয়ারম্যানদের ক্রেস্ট প্রদান করা হয়।