ছাতক প্রতিনিধি ::
ছাতকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে ছাতক বাজারস্থ মহাপ্রভুর আখড়া প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অ্যাড. পীযুষ কান্তি ভট্টাচার্য্য।
সভায় সর্বসম্মতিক্রমে মহন্ত কুমার রায়কে সভাপতি ও স্বপন পালকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ গঠন করা হয়েছে।
পরিষদের অন্যান্যরা হলেন সহ-সভাপতি নেপাল চন্দ্র পাল, বাবুল পাল, সহ-সাধারণ সম্পাদক দুলন তরফদার, অর্থ সম্পাদক চম্পু দত্ত, সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ, প্রচার সম্পাদক সঞ্জয় কর, সাংস্কৃতিক সম্পাদক শিমুল দত্ত ময়না, সদস্য তাপস চৌধুরী, নিতাই রায়, রানা কর, মৃদুল কান্তি দাস মিন্টু, অমর দেবনাথ, গোবিন্দ ঘোষ, নান্টু বর্ধন, নারায়ণ পাল, আশীষ আচার্য্য, সুমন দাস, সাগর তালুকদার, পিংকু দাস, প্রণব দাস মিঠু, রাজন দাস, সুসেন দে ও রতন দাস। এছাড়া ৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টামন্ডলী গঠন করা হয়। উপদেষ্টারা হলেন হিমাদ্রী শেখর গোস্বামী, গৌরাঙ্গ চক্রবর্ত্তী, অ্যাড. পীযুষ কান্তি ভট্টাচার্য্য, অধ্যাপক হরিদাস রায় ও রবীন্দ্র কুমার দাস।