স্টাফ রিপোর্টার ::
২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ-তে ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহতদের স্মরণে আলোচনা সভা করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, সুনামগঞ্জ জেলা শাখা।
রোববার বিকেলে রমিজ বিপণিস্থ আ.লীগ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর আহমদ।
অ্যাডভোকেট রনক আহমদ-এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সদস্য পিন্টু বণিক, বকুল তালুকদার, জেবুল আহমদ, পৌর যুবলীগ আহ্বায়ক কাউন্সিলর আবাবিল নুর, যুবলীগ জামালগঞ্জের অন্যতম সদস্য ইকবাল আল আযাদ, সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. সাহাব উদ্দিন, যুগ্ম আহ্বায়ক এহসান আহমদ উজ্জ্বল, সদস্য মো. গিয়াস উদ্দিন, বকুল তালুকদার, সেজুল আহমদ, হাসানুজ্জামান ইস্পাহানি, ইকবাল, রাসেল আহমদ প্রমুখ।