স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলায় ৪৫তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বিকেলে জুবিলী স্কুল মাঠে প্রতিযোগিতার ফুটবল ইভেন্টে বালক দলে হাজী লাল মামুদ উচ্চ বিদ্যালয়কে ট্রাইবেকারে ১-০ গোলে হারিয়ে আলহাজ্ব জমিরুন নূর উচ্চ বিদ্যালয় বালক দল চ্যাম্পিয়ন হয়।
অপরদিকে বালিকা দলে সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়কে ট্রাইবেকারে ১-০ গোলে হারিয়ে আলহাজ্ব জমিরুন নূর উচ্চ বিদ্যালয় বালিকা দলও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক বুরহান উদ্দিন, শামসুল হক ও আবুল কাশেম। সার্বিক পরিচালনায় ছিলেন শিক্ষক মো. রুহুল আমিন।
সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক রঞ্জন পুরকায়স্থ প্রধান অতিথি হিসেবে থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জমিরুন নূর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ ফররুখ আহম্মদ তালুকদার, শিক্ষক রুহুল আমিন, আব্দুল মান্নান, আবুল কাসেম, গোলাম মোস্তফা, বুরহান উদ্দিন, আমিনুল হক, শামসুল হক, ইসমাইল হোসেন, সজল কান্তি দাস, আতিকুর রহমান, নাজমা সুলতানা, তাহমিনা বেগম, আইরিন বেগম, সুতপা রাণী, রওশন আরা বেগম প্রমুখ।