স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ কৃষিব্যাংক, মুখ্য আঞ্চলিক কার্যালয়, সুনামগঞ্জ ২০১৬-২০১৭ অর্থবছরের ১ম শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক সুনামগঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক অজয় কুমার সাহা।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ ইউছুফ।
প্রধান অতিথির বক্তব্যে কৃষি ব্যাংক সিলেট বিভাগের মহা-ব্যবস্থাপক মোহাম্মদ ইউছুফ বলেন, কৃষিব্যাংক গ্রামগঞ্জের সাধারণ মানুষের সেবাদানের একটি ব্যাংক। তিনি ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদেরকে সেবার মনোভাব নিয়ে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক বিভাগীয় নিরীক্ষা কার্যালয় সিলেটের উপ-মহাব্যবস্থাপক দীন মোহাম্মদ, কৃষিব্যাংক সুনামগঞ্জের আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মো. আব্দুল আউয়াল সরকার ও সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) তপন কুমার ভৌমিক।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বিকেবি সুনামগঞ্জের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক অজয় কুমার সাহা।
স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক ব্যবস্থাপক মো. আব্দুর রহমান সরকার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক মো. আফাজ উদ্দিন এবং গীতাপাঠ করেন ডুংরিয়া শাখার কর্মকর্তা অমর চন্দ্র সরকার।
অনুষ্ঠানে ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দাঁড়িয়ে ১মিনিট নীরবতা পালন করা হয়। এরপর অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় সুনামগঞ্জের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও মাঠকর্মীগণ উপস্থিত ছিলেন।