ছাতক প্রতিনিধি ::
ছাতকে সাব্বির আহমদ (১৪) নামের এক সিএনজি ওয়ার্কসপ শ্রমিক ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ১১ আগস্ট কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। সাব্বির আহমদ উপজেলার কালারুকা ইউনিয়নের খালপার গ্রামের ইন্তাজ আলীর পুত্র। শনিবার পুত্র নিখোঁজ হওয়ার ঘটনায় পিতা ইন্তাজ আলী ছাতক থানায় একটি জিডি এন্ট্রি করেছেন।
জানা যায়, গোবিন্দগঞ্জ বাজারস্থ সুমন ইঞ্জিনিয়ারিং সিএনজি ওয়ার্কসপে শ্রমিকের কাজ করতো সাব্বির। কাজ শেষে সে প্রতিদিন বাড়িতে চলে আসতো। বরাবরে মতো গত ১১ আগস্ট সকালে কর্মস্থল গোবিন্দগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সে। কিন্তু ওইদিন সাব্বির আহমদ আর বাড়ি ফিরে আসেনি। সম্ভাব্য সকল স্থানে খুঁজেও তার কোন সন্ধান পাননি স্বজনরা।