স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তরের সহায়তায় সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি। জেলাব্যাপী ধরাবাহিক ত্রাণ বিতরণ কর্মসূচির আওতায় শনিবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর গ্রামে ১২০ জন ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ তুলে দেন সোসাইটির জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান পীর।
এ সময় উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজন, সোসাইটির জেলা ইউনিটের অফিসার কনিকা তালুকদার, আজীবন সদস্য সৈয়দ শফিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য রাহুল দে পাপলু, যুব প্রধান জুনায়েদ আহমেদ, যুব সদস্য মো. ফারুক মিয়া, হোসাইন আহমদ তানভীর, সোয়েব আবেদীন প্রমুখ।