ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের সলপ গ্রামের মনাই নদী থেকে শনিবার দুপুরে রাহুল মিয়া নামের চার বছরের শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সে ওই গ্রামের ইয়াছিন মিয়ার ছেলে।
শিশুটির পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়নের সলপ গ্রামে নিজ বাড়ির উঠানে রাহুল মিয়া আরও তিন চারজন শিশু খেলাধুলা করছিল। খেলতে খেলতে একপর্যায়ে সে বাড়ির পেছনে মনাই নদীর পানিতে পড়ে গিয়ে তলিয়ে যায়। পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পাচ্ছিলেন না। পরে বেলা আড়াইটার দিকে মনাই নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
সেলবরষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. নূর হোসেন এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।