বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যেই বিশ্বম্ভরপুর উপজেলার ৫ ইউনিয়নে জাতীয় যুবসংহতির কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ উপলক্ষে উপজেলা যুব সংহতির উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ৩০ আগস্ট ফতেপুর ইউপি, ৪ সেপ্টেম্বর পলাশ ইউপি, ৯ সেপ্টেম্বর বাদাঘাট দ.ইউপি, ১০ সেপ্টেম্বর সলুকাবাদ ইউপি, ১৫ সেপ্টেম্বর ধনপুর ইউপি কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গত শুক্রবার উপজেলা সদরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবসংহতির আহবায়ক মহিম উদ্দিন মহিম।
অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জাপা নেতা ডা. চাঁন মিয়া, হাবিলদার (অব.) মোর্শেদ মিয়া, উপজেলা জাপা সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির, যুগ্ম আহ্বায়ক শওকত মিয়া, জুলহাস মিয়া, মনির হোসেন, রকিব হাসান, আব্দুল কদ্দুছ, নাসির ইসলাম, গিয়াস মিয়া, সিরাজুল ইসলাম, মখলিছুর রহমান, জহর মিয়া, আলমগীর, মতিন মিয়া প্রমুখ।