বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ ও কিশোর কিশোরীর স্বাস্থ্য সেবায় নতুন আঙ্গিকে অঙ্গিকারাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানালেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব মো. ওয়াহিদ হোসেন।
শনিবার বিকেলে বিশ্বম্ভরপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ সম্মেলন কক্ষে আয়োজিত জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা বিষয়ে স্থায়ী পদ্ধতি গ্রহণে ক্লায়েন্ট ফেয়ার প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, আমাদের ছোট দেশে এমনিতেই ঘনবসতি। এ অবস্থায় জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখতে সকল কর্মীকে আরো আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি ইউনিয়ন পর্যায়ে এফডব্লিউসিগুলোতে প্রতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি ও কিশোর কিশোরী স্বাস্থ্যসেবার উপর বিশেষ গুরুত্ব দেয়ার পরামর্শ দেন। সেই সাথে জিও, এনজিও ও স্থানীয় প্রশাসনের সকল কার্যক্রমের সমন্বয়ে তাগিদ দেন।
সভায় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা সিলেট বিভাগীয় পরিচালক মো. কুতুব উদ্দিন (যুগ্ম সচিব), পরিবার পরিকল্পনা অধিদপ্তরের লাইন ডাইরেক্টর সিসিএসডিপি মো. মইনুদ্দিন, এফপিসিএসটিকিউএসটি-কনসালট্যান্ট সিলেট’র সেতু, সুনামগঞ্জ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোজাম্মেল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশীদ, ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, ইউএইচ এন্ড এফপিও ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান, মেরী স্টোপস বাংলাদেশ’র জিএম আবু তাহের, প্রোগ্রাম ম্যানেজার ডা. গোলাম মোস্তফা প্রমুখ।
সভা শেষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মো. ওয়াহিদ হোসেন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গণে একটি ফলজ বৃক্ষরোপণ করেন।