ছাতক প্রতিনিধি ::
ছাতক প্রেসক্লাবের উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন কর্মসূচি শনিবার সকালে প্রেসক্লাব কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন কর্মসূচি চলাকালে প্রেসক্লাবের সহ-সভাপতি বদর উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, অর্থ সম্পাদক বিজয় রায়, সদস্য সুদাম চন্দ্র দেব, আ.লীগ নেতা ডা. রেদওয়ানুল হক আরজু, ছাতক ডিগ্রী কলেজ ছাত্রলীগ সভাপতি রিয়াদ আহমদ চৌধুরী, ছাত্রদল নেতা এমরান আহমদ প্রমুখ।
মানববন্ধনে হাফিজ মাওলানা গৌছ উদ্দিন, নুরুল ইসলাম, আমিরুল ইসলাম, রহিম আলী, কামাল হোসেন, সাইফুল ইসলাম, শাহীন মিয়া, ওয়াহিদুল হক, শফিক মিয়া, আবুল হোসেন মনাই, লিপন মিয়া, আমিরুল ইসলাম, ফটো সাংবাদিক আমির আলী, মাহবুব আলম সেলিমসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।