স্টাফ রিপোর্টার ::
ছাতকে এসএমই উদ্যোক্তা ব্যাংকের ৭২ জনের মধ্যে ১ কোটি ২০ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে সোনালী ব্যাংকসহ ছাতক উপজেলার সকল শাখার উদ্যোগে শহরের একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংক সিলেট জি এম অফিসের ম্যানেজার কানিজ ফাতেমার সভাপতিত্বে ও সোনালী ব্যাংক সিলেট জি এম অফিসের জিএম মুসা খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন এসএমই এসডিপি, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক স্বপন কুমার রায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার ডিজি এম মো. হারুন অর রশিদ, বাংলাদেশ ইমলামি ব্যাংক সিলেট-এর ইভিপি জোনাল হেড ডা. মাহমুদুল হক, এবি ব্যাংক ঢাকা ইভিপি এন্ড বিজনেস হেড সৈয়দ মিজানুর রহমান, কৃষি ব্যাংক সিলেট অঞ্চলের বিভাগীয় মহাব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ প্রমুখ। সভা শেষে ৭২ জন গ্রহীতার হাতে ঋণের চেক হস্তান্তর করেন অতিথিরা।