ছাতক প্রতিনিধি ::
ছাতকের ঝিগলি হাজী আবুল খয়ের হাসপাতালের উদ্যোগে ফ্রি-খতনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে হাসপাতাল ভবনে ফ্রি-খতনার আয়োজন করা হয়।
এলাকার গরিব ও অনাথ ১শ’ বালককে ফ্রি-খতনা করানো হয়। এ উপলক্ষে হাজী সুনু মিয়ার সভাপতিত্বে ও মাদ্রাসা শিক্ষক ছফির আহমদের পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাসপাতালের চেয়ারম্যান, সিলেটস্থ ছাতক সমিতির সভাপতি আ.ন.ম ওহিদ কনা মিয়া।
খতনা অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাসপাতালে ফাউন্ডার যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব তাহেরুল ইসলাম।
সভায় স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের এমডি ওবায়দুল হক শাহীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মোহাম্মদ আলী মিলন, ছাত্রনেতা সাদিকুর রহমান সাদিক, যুক্তরাজ্য প্রবাসী দবির আহমদ, অ্যাড. আব্দুল মজিদ খোকা, ঝিগলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, বাদে ঝিগলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিলবাহার বেগম, ডা. সৈয়দুর রহমান।
বক্তব্য রাখেন নুর আহমদ হিরন, ইউপি সদস্য সায়াদুর রহমান ছায়াদ, সদস্যা আফিয়া বেগম, হাসপাতালের পরিচালক আলহাজ্ব আতিকুর রহমান, আবু জাবের, রিয়াজুল ইসলাম তালেব, মিজানুর রহমান, কয়েছ আহমদ লিটন, সুজন মিয়া, বদরুল আলম, আবুল কালাম, মারুফ আহমদ প্রমুখ।
ফ্রি-খতনা শেষে বালকদের মাঝে লুঙ্গি ও গেঞ্জি বিনামূল্যে বিতরণ করা হয়।