সুনামকণ্ঠ ডেস্ক ::
দিরাই উপজেলার ৩টি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ২টি ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার পৃথক সভার মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়।
আমাদের দিরাই প্রতিনিধি জানান, উপজেলার রাজানগর, সরমঙ্গল ও জগদল ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে পৃথক পৃথক সমাবেশের আয়োজন করা হয়।
জগদল ইউনিয়ন পরিষদের উদ্যোগে আল ফারুক উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন চেয়ারম্যান আব্দুস সালাম। ইউপি সদস্য আব্দুল বাছিতের পরিচালনায় পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার। বক্তব্য রাখেন মনমত রায়, স্বাস্থ্যকর্মী আফজাল হোসেন প্রমুখ।
সরমঙ্গল ইউনিয়নের সমাবেশে সভাপতিত্ব করেন চেয়ারম্যান এহসান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলতাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইউআরসি সারোয়ার আহমদ।
এছাড়া রাজানগর ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলতাফ হোসেন।
এদিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ও দরগাপাশা ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় দরগাপাশা ইউনিয়ন পরিষদের হল রুমে বাল্যবিয়ে মুক্ত ইউনিয়ন ঘোষণা করেন দক্ষিণ সুনমাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ইবাদত হোসেন।
দরগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান মো. সুফি মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ইয়াসমিন আক্তারের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইবাদত হোসেন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন দরগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান মো. মনির উদ্দিন, পূর্ব বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নুর কালাম, জাকির আহমদ, ইউপি সদস্য আব্দুল্লাহ, ইউপি সদস্যা কবিতা রাণী, কাজী মুহিবুর রহমান, আওয়ামী লীগ নেতা আবাব মিয়া, মাওলানা বোরহান উদ্দিন, মুকিত হোসেন, দিদার আহমদ, দক্ষিণ সুনমাগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ প্রমুখ। পরিশেষে দরগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান মো. মনির উদ্দিন ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহণ করেন।
অপর দিকে বিকেল ৩টায় পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ইউনিয়ন ঘোষণা করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ইবাদত হোসেন ও চেয়ারম্যান মো. নুরুল হক।
চেয়ারম্যান মো. নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দক্ষিণ সুনমাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ইবাদত হোসেন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল মজুমদার, মাওলানা খলিলুর রহমান, হাবিবুর রহমান, কাজী নুরুল হক, পাগলা স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক সাইদুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, কান্দিগাঁও জামে মসজিদের ইমাম জামাল উদ্দিন, ইউপি সদস্য মকবুল হোসেন, রনজিত সূত্রধর, আওয়ামী লীগ নেতা তেরাব আলী, মৌলভী আবুল কালাম,এনজিও কর্মী রিতু রানী দাস প্রমুখ।