স্টাফ রিপোর্টার ::
নর্থ-ইস্ট আইডিয়াল কলেজ, সুনামগঞ্জ এবারের এইচএসসি পরীক্ষায় সাফল্যের স্বাক্ষর রেখেছে। ৮০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭১জন। পাসের হার ৮৭.৫০%।
কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক রাশেদুল ইসলাম জানান, নর্থইস্ট আইডিয়াল কলেজ প্রতিষ্ঠার পর থেকেই পরীক্ষার ফলাফলে সাফল্য বয়ে আনছে। ভবিষ্যতে এই কলেজের সাফল্য উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আমরা আশাবাদী। পরীক্ষায় সাফল্যের বিষয়ে কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আরও বলেন, শিক্ষকদের পাঠদান পরিকল্পনা, সাপ্তাহিক পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের মূল্যায়ন, অপেক্ষাকৃত দুর্বল ছাত্রছাত্রীদের গাইড শিক্ষকদের মাধ্যমে নিবিড় পর্যবেক্ষণ এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফলে এই সাফল্য এসেছে এবং ভবিষ্যতে আরও উন্নতির লক্ষ্যে আমাদের আন্তরিক প্রচেষ্টা রয়েছে।