জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের রাণীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার রাণীগঞ্জ বাজারে সর্বস্তরের ব্যবসায়ীদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ১০১ সদস্যবিশিষ্ট রাণীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সদস্যরা হচ্ছেন সভাপতি জবরুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল তাহিদ, সুহেল আহমদ, কাওছার মিয়া তালুকদার, সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন জালালী, যুগ্ম সম্পাদক হুমায়ূন আহমদ তালুকদার, তানভীর আহমদ সুহেল, কোষাধ্যক্ষ আল আমিন ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক, সহ-সম্পাদক মিজানুর রহমান মিজান, প্রচার সম্পাদক জুনায়েদ আহমদ প্রমুখ।