সুনামকণ্ঠ ডেস্ক ::
ব্যবসায়ী করিম বখত মামুন হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিলেট জেলা ছাত্রলীগের (স্থগিতকৃত কমিটি) সহ-সভাপতি এম. সুলেমান হোসেন চৌধুরীকে আজীবনের জন্য ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ স¤পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুর ২টার দিকে জিন্দাবাজারের এ্যালিগেন্ট শপিং সিটির পার্কিংয়ের সামনে নিজের মোটরসাইকেল রাখেন ছাত্রলীগ নেতা সুলেমান চৌধুরী। মোটরসাইকেলটি পার্কিং করার জন্য তাকে অনুরোধ করেন মার্কেটের গার্ড। এতে রেগে গিয়ে গার্ডকে মারধর করেন ছাত্রলীগ নেতা সুলেমান। এসময় ব্যবসায়ী করিম বখত মামুন মার্কেট থেকে বেরিয়ে এসে ঘটনাটি প্রত্যক্ষ করেন।
তিনিও মোটরসাইকেল পার্কিংয়ের মধ্যে রাখতে সুলেমানকে অনুরোধ জানান। এ নিয়ে কথা কাটাকাটির জের ধরে সুলেমানের নেতৃত্বে ব্যবসায়ী মামুনের ওপর হামলা চালানো হয়।
ছুরিকাঘাতে গুরুতর আহত ব্যবসায়ী মামুনকে ওই দিনই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার শরীরে বেশ কয়েক ব্যাগ রক্ত দেয়া হয়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।