দিরাই প্রতিনিধি ::
‘বাল্যবিয়ে দেব না, বাল্যবিয়ে করবো না’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিরাই উপজেলার ৪নং চরনারচর ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে শ্যামারচর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত সমাবেশে এ ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শিক্ষা কমিটির সভাপতি হাফিজুর রহমান তালুকদার। এ সময় তিনি বাল্যবিয়ে, যৌতুক ও মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার শপথবাক্য পাঠ করান।
ইউপি চেয়ারম্যান রতি কান্ত দাসের সভাপতিত্বে ও শিক্ষক পরিতোষ পন্ডিতের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান রতন তালুকদার, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক আব্দুল হাসিম, পরিচালনা কমিটির সভাপতি রানু বণিক, প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন, শ্যামারচর দাখিল মাদরাসার সুপার সুলতান মাহমুদ, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার।
উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ স¤পাদক মুজাহিদুল ইসলাম, ছাত্রনেতা জুনায়েদ মিয়া, কাজী আবু মোছা, ইমাম রুহুল আমিন।