স্টাফ রিপোর্টার ::
বালাট সাব সেক্টরের প্রথম ব্যাচের অকুতোভয় মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর গুরুতর অসুস্থ হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার দুপুরে স্বজনরা তাঁকে হাসপাতালে ভর্তি করান। সেখানে তাঁর উন্নত চিকিৎসার জন্য নির্দেশনা দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা গেছে, গত মার্চ মাস থেকে সুনামগঞ্জ জেলার মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানে গিয়ে মুক্তিযুদ্ধের অজানা তথ্য সংগ্রহের কাজ শুরু করেন মালেক হুসেন পীর ও তাঁর ঘনিষ্ঠ বন্ধু মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান। গত ঈদুল ফিতরের আগে তাহিরপুর, ধর্মপাশা ও জামালগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন করে ফিরে আসার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রায় এক সপ্তাহ সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নেন তিনি। এখানে তিনি সম্পূর্ণ আরোগ্য না হওয়ায় গতকাল মঙ্গলবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভর্তি করা হয়। মালেক হুসেন পীরের আরোগ্য কামনায় তাঁর স্বজনরা সবার দোয়া চেয়েছেন।