বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
বিশ্বম্ভরপুরে ভারতীয় মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ইদ্রিস আলী (৫০) উপজেলার পলাশ ইউপি’র রসুলপুর গ্রামের চাঁনফর আলীর ছেলে। মঙ্গলবার তাকে হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার এসআই রুবেল মিয়া’র নেতৃত্বে পুলিশের একটি দল ইদ্রিস আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় ৭১ বোতল ভারতীয় মদসহ তাকে গ্রেফতার করা হয়।
বিশ্বম্ভরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান জানান, ইদ্রিস আলীর বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।