বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
ইসলামিক ফাউন্ডেশন বিশ্বম্ভরপুর উপজেলার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে হিফজুল কোরআন প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ইফাবা কার্যালয়ে প্রতিযোগিতা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. তালুত।
ফিল্ড সুপারভাইজার মাওলানা খায়রুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ সহিদুর রহমান, মডেল কেয়ারটেকার মাওলানা ফজলুল হক, উলামালীগ সভাপতি মাওলানা ফজলুর রহমান, সাধারণ কেয়ারটেকার মাওলানা ফয়ছল আহমদ, মাওলানা আব্দুর রউফ প্রমুখ।
সভা শেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।