দিরাই প্রতিনিধি ::
দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের সুরিয়ার পাড় গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য আবুবক্করকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার সন্ধ্যায় সুরিয়ার পাড় গ্রামের পাশে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বহুদিন যাবত আবুবক্করের সাথে একই গ্রামের প্রতিপক্ষ লোকজনের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় আবুবক্কর স্থানীয় আকিলশাহ বাজারে থেকে বাড়িতে যাওয়ার পথে গজারিয়া নামক স্থানে পৌঁছলে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন আবুবক্করের ওপর হামলা চালায়। প্রতিপক্ষের কাছ থেকে নিজেকে রক্ষা করতে দৌড় দিলে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। পায়ে গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষ। গুরুতর আহত অবস্থায় আবুবক্করকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।